ব্রিটিশ শাসনামলের আনুমানিক ১৯৪৫ সালে নোয়াগাঁও ইউনিয়ন গঠিত হয়েছে। তখনকার সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যান কে গ্রাম প্রেসিডেন্ট বলা হত। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন চেয়ারম্যান পদবী ঘোষণা করা হয়। বর্তমানে ১৪টি ছোট বড় গ্রাম মিলিয়েই নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে। পূর্বে নোয়াগাঁও ইউনিয়নের অধিকাংশ গ্রামেই হিন্দুদের আধিপত্য ছিল। বর্তমানে নোয়াগাঁও ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, কৃষি, খেলাধুলা সবকিছুতেই উজ্জল হয়ে উঠেছে। তথ্য প্রযু্ক্তির মাধ্যমে জনগনকে সম্পৃক্ত করার জন্য এবৎ ডিজিটাল বাংলাদেশ তথা রুপকল্প-২০২১ বাস্তবায়নে অত্র ইউনিয়নে সরকার ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র নামে একটি প্রকল্প গ্রহণ করেছে। যাহা অত্র অঞ্চলের মানুষ ইন্টারনেট এর মাধ্যমে ই-মেইল, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় ভর্তি ও ফলাফল গ্রহণ করতে পারছে। তথ্য প্রযুক্তির সেবা জনসাধারনের হাতের নাগালে পৌছার কারনে গ্রামীণ জনসাধারনকে আর দূরবর্তী কোন স্থানে যোতে হয় না। এছাড়া নানাবিধ সুযোগ -সুবিধা প্রদানের মাধ্যমে অত্র ইউনিয়ন পরিষদ স্বমহিমায় উজ্জল হয়ে থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস