বিখ্যাত ব্যক্তিত্বঃ
জনাব মো: তোফাজ্জল হোসেন (বাচ্চু):মুক্তিযোদ্ধা কমান্ডার।অত্র ইউনিয়নে উদনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন । ১৯৭১ ইং সালের মহান মুক্তিযুদ্ধে তিনি রনাঙ্গনে বীরত্বের সাথে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে নোয়াগাঁও ইউনিয়নকে পাক হানাদার মুক্ত করেন।